নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

শেয়ার করুন         রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে নিয়মিতভিত্তিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।   সে ধারাবাহিকতায় আজ (২৫ ফেব্রুয়ারি) হারাগাছ পৌরসভা নির্বাচনের নির্বাচনী আচরণবিধিমালা। পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এসময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বেশ কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়। নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী অপরাধ রোধে, আইনশৃঙ্খলা রক্ষায় ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের কার্যক্রম অব্যাহত থাকবে।